Header Ads

Header ADS

Salman Muqtadir


ভুমিকা
বাংলাদেশ এর সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল এর প্রতিষ্ঠাতা হল সালমান মহাম্মাদ মুক্তাদির । শুধু তাইনা সে তার পাশাপাশি একজন টিভি অভিনেতা, সঙ্গিতশিল্পী ও মিলনান্ত নাটকের অভিনেতা । অনেকে তাকে বাংলাদেশের প্রথম ইউটিউবার হিসাবেও চেনে ।
জীবনী 
তার জন্ম হয় ৯ অগাস্ট ১৯৯৩ এ অস্ট্রেলিয়ার সিডনীতে একটি বাংলাদেশের মুসলমান পরিবারে ।সে ছোটবেলা থেকেই পরাসুনায় খুব দুর্বল ছিলেন । বিদ্যালয়য়ে তার যেতে অনেক অনীহা হত । সে অংক বিষয় কে পছন্দ করত না । অংক তে সে ১৮ বার ফেল করেছে ।
ইউটিউব পেশা 
সে তার পেশাধারি ইউটিউব চ্যানেল খুলে ৭ অক্টোবর ২০১১ সালে । সে তার চ্যানেল এর নাম দেয় '' সালমান দা পুটিমাছ '' । তার কিছু মাস পর সে তার প্রধান ইউটিউব চ্যানেল খুলে ৩ ফেব্রুয়ারী ২০১২ যার নাম '' সালমান দা ব্রাউনফিশ '' । তার প্রথম চ্যানেল যার নাম '' সালমান দা পুটিমাছ '' সেটাতে মোট সাবস্ক্রাবার ৩৫০,০০০ এবং মোট ভিউস ১৫,৫৭৮,৯০০ । তার প্রধান চ্যানেল যার নাম '' সালমান দা ব্রাউনফিশ '' সেটাতে মোট সাবস্ক্রাবার আসে ৯৪০,০০০ এবং ভিউস ৮২,০০৭,৯৮৭ ।
টেলিভিশন জগৎ 
সালমান মুক্তাদির তার টেলিভিশন জগৎ শুরু করে '' ভালোবাসা ১০১ '' নাটক এর মাধ্যমে ।তার অন্যতম কিছু নাটকের নাম হল ঃ
  • ভালোবাসা ১০১                                                                           
  • আবেশ
  • মাস্তি আনলিমিটেড
  • ৩ ইডিয়ট
  • ক্রেডিট কার্ড 
  • ভিটামিন-টি
  • ভাইরাল
জনকপ্রিয় জগৎ
টামিন-টি সালমান মুক্তাদির এর ফেসবুক পেজ এ ১৯,৮৯,৭৮৭ লাইক এবং ১৮,৭৬,৯৮৭ ফলোআর আছে । তার ইন্সতাগ্রাম প্রোফাইল এ ৯,৩৮,৮৭১ ফলোআর আছে । টুইটার প্রোফাইল এর তার মোট ফলোআর এর সংখ্যা হল ৫০,৮৭৬ । এ ছাড়া তার ফেসবুক প্রোফাইল এ মোট ফলোআর এর সংখ্যা হল ৩,৯৭,৭১২ ।


                                                     

1 comment:

Powered by Blogger.