Header Ads

Header ADS

Bidya Sinha Saha Mim


ভূমিকা
বিদ্যা সিনহা সাহা মীম হল একজন সিনেমা জগৎ এর অন্যতম অভিনেত্রী , মডেল এবং লেখিকা । সে চলচিত্র জগতে আসে লাক্স চ্যানেল-আই সুপারস্টার জিতার পর । সে অনেক চলচিত্র পরিচালকের নজরে চলে আসে হুমায়ুন আহমেদ এর নাটক জল তরঙ্গ করার পর ।  
জীবনী
বিদ্যা সিনহা সাহা মীম রাজশাহী জেলার বাঘা উপজেলায় ১০ নভেম্বর ১৯৯২ সালে জন্ম গ্রহণ করেন । তার পিতার নাম বীরেন্দ্রনাথ সাহা । তার মাতার নাম ছবি সাহা । তার বাবা একজন শিক্ষক ও তার মাতা একজন গৃহনী । তার ছোট বোনের নাম প্রজ্ঞা সিনহা সাহা মমি । সে হিন্দু ধর্মের অবলম্বন কারী । তার উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি ( ১.৭০ মিটার ) এবং তার ওজন ৫৫ কিলোগ্রাম ।
শিক্ষা জীবন
বিদ্যা সিনহা সাহা মীম খুব অল্প বয়সে রাজশাহী জেলা ছেড়ে ভোলায় চলে যায় । সেখানে  থেকে তারা কিছুদিন পর কুমিল্লায় হস্তান্তর  হয় । সেখানে সে এস.এস.সি ও  এইচ এস সি তে গোল্ডেন এ প্লাস পেয়ে পাশ করেন । নবাব ফয়জুন্নেসা  সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়  থেকে এস এস সি পাস করেন। এবং সে এইচ এস সি পাস করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজ থেকে।
কর্মজীবন
বিদ্যা সিনহা সাহা মীম অনেক আগে থেকেই মডেলিং করছিল । তারপর সে যখন ২০০৭ সালে লাক্স চ্যানেল  আই  সুপার স্টার পুরস্কার জিতে , তখন থেকে সে অনেক পরিচিতি  পায়। 
চলচিএ
ঢালিউড চলচিত্র
  • আমার আছে জল - ২০০৮
  • আমার প্রানের প্রিয়া - ২০০৯
  • জোনাকির আলো - ২০১৪
  • তারকাটা - ২০১৪
  • পদ্মা পাতার জল - ২০১৫
  • ব্ল্যাক ২০১৫
  • সুইটহাট - ২০১৬
  • ভালোবাসা এমনই হয় - ২০১৭
  • পাষাণ - ২০১৭
  • দুলা ভাই জিন্দাবাদ - ২০১৭
নাটক
  • ১ হাজার টাকা - ২০১২
  • ট্রাম্প কাড - ২০১৩
  • ট্রাম্প কাড ২ - ২০১৩
  • ওল্ড ইজ গোল্ড - ২০১৪-২০১৫
  • উদ্দেশ্য নেই - ২০১৪-২০১৫
  • শেষের গল্প - ২০১৪-২০১৫
  • ভালোবাসার ভবনে - ২০১৪-২০১৫
  • দেবদাস হতে চাই - ২০১৪-২০১৫
  • গল্পটি তোমার আমার - ২০১৪-২০১৫
  • সেই মেয়েটা - ২০১৬
  • তোমার পিছু পিছু - ২০১৭
টেলিভিশন কমার্শিয়াল
  • গ্রামীণ ফোন - ২০১৩
  • আপন-ডাইমন্ড জুয়েলাস - ২০১৩
পুরষ্কার ও মনোনীত
  • ২০০৮ মেরিল প্রথম আলো পুরষ্কার - আমার আছে জল - বিজয়ী
  • ২০০৯ মেরিল প্রথম আলো পুরষ্কার - আমার প্রানের প্রিয়া - মনোনীত
  • ২০১১ মেরিল প্রথম আলো পুরষ্কার - অলসপুর - মনোনীত
  • ২০১২ মেরিল প্রথম আলো পুরষ্কার - ক্রিক - মনোনীত
  • ২০১৪ বাংলাদেশ জাতীয় চলচিত্র পুরষ্কার - জোনাকির আলো - বিজয়ী
  • ২০১৪ মেরিল প্রথম আলো পুরষ্কার - তারকাটা - মনোনীত
  • ২০১৪ মেরিল প্রথম আলো পুরষ্কার - নভেম্বর রেইন - মনোনীত



No comments

Powered by Blogger.